বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অন্যতম অনুষঙ্গ সাধারণ আনসার। ৫০৯৮৭ জন প্রশিক্ষিত সাধারণ আনসার সদস্য বর্তমানে ৪৬৩৬ টি সংস্থায় অঙ্গীভূত রয়েছেন। উক্ত সদস্যবৃন্দ বিমানবন্দর, সমুদ্রবন্দর, পাওয়ার ষ্টেশন এর মত গুরুত্বপূর্ণ কেপিআই, শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠান, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, মহানগরীতে ট্রাফিক কন্ট্রোল, নৌ ও অন্যান্য গণ-পরিবহন, রেল ষ্টেশন এবং অন্যান্য সরকারি ও বেসরকারী স্থাপনার নিরাপত্তা বিধান করছেন। সাধারণ আনসার মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করে আপনি হতে পারেন আনসার বাহিনীর একজন গর্বিত সদস্য। তাছাড়া আপনি অঙ্গীভূত আনসার হিসেবে নিরাপত্তা সেবায় অংশগ্রহণের সুযোগ পেতে পারেন। আপনি আগ্রহী যােগ্য প্রার্থী হলে অনলাইনে আবেদন করবেন এবং আপনাকে বাছাইয়ের জন্য নির্ধারিত স্থান ও তারিখের সময়সূচি অনুযায়ী বাছাই কমিটির নিকট উপস্থিত হতে হবে। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের ১০ সপ্তাহ মেয়াদী সাধারণ আনসার মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। উক্ত প্রশিক্ষণ কোর্স পূর্ণ মেয়াদে আনসার ভিডিপি একাডেমি, সফিপুর, গাজীপুরে পরিচালিত হবে।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ব্যাটালিয়ন আনসার পদে ১০০০ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। জেনে নিন বিস্তারিত-
প্রার্থীদের নিম্নলিখিত যােগ্যতা থাকতে হবেঃ
আবেদনের যোগ্যতা: প্রার্থীকে কমপক্ষে ন্যূনতম বয়স ন্যূনতম Jsc/সমমান পাশ পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ২৪/০৬/২০২১ ইং তারিখে নুন্যতম বয়স হতে হবে ১৮ এবং ০১/০৭/২১ সরবউচ্চ ৩০ বছরের মধ্যে। সাধারণ ও অন্যান্য প্রার্থীদের উচ্চতা সর্বনিম্ন ৫ ফুট ৪ ইঞ্চি, ওজন ৪৯.৮৯৫ কেজি (১১০ পাউন্ড), বুকের মাপ ৩০ থেকে ৩২ ইঞ্চি হতে হবে। উপজাতি প্রার্থীদের উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি, ওজন ৪৭.১৭৩ কেজি (১০৪ পাউন্ড), বুকের মাপ ৩০ থেকে ৩২ ইঞ্চি হতে হবে। সব প্রার্থীদের দৃষ্টিশক্তি থাকতে হবে ৬ বাই ৬। কোন দুরারোগ্য ব্যধি থাকলে আবেদনের প্রয়োজন নেই। প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে।
জাতীয়তাঃ বাংলাদেশী
আবেদনের নিয়ম: প্রার্থীরা অনলাইনে www.ansarvdp.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। অনলাইন আবেদনের সময় মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ২০০ টাকা আবেদন ফি জমা দিতে হবে।
আবেদন করা যাবে ২৮/০২/২০২২ ইং পর্যন্ত।
No comments:
Post a Comment