Main Slider

5/Government Job/slider-tag

Saturday, February 19, 2022

Storm Eunice: Big Jet TV turns plane-watching into a phenomenon 2022

 Big Jet TV

Media caption,
"Easy, easy... OK, tippy-toe!" Watch a clip from Big Jet TV's livestream showing pilots battling strong winds to land at Heathrow

A live YouTube stream of planes trying to land at Heathrow during Storm Eunice has become an unexpected online hit.

Aviation enthusiast Jerry Dyer has been streaming aircraft's attempts to land at the London airport in winds of up to 70mph on his Big Jet TV channel.

His lively commentary plus the footage as planes approach, sometimes having to abort, have been attracting more than 200,000 live viewers at times.

Dyer told the BBC the feed was "the most exciting stuff you can get".

For several hours on Friday, Dyer has been running the live stream from the roof of a specially adapted van, shouting "go on son", "nicely done" and "fair play mate" at pilots who land successfully.

For trickier landings, he advised pilots to "go around again", and as one pilot abandoned an attempt to touch down at the last second amid strong winds, Dyer exclaimed: "Ooh, he did not like that."

Big Jet TV
Image caption,
Jerry Dyer filming the action from the top of the Big Jet TV van

Speaking to BBC Radio 2, Dyer said the compelling footage was "the best scenario you could image" for entertainment value.

"Big kudos to the pilots and the crews working at the airports," he said. "Normally the conditions are calm and we have great shows we do for hours on end, people watching from all over the world.

"But right now, these conditions with 70mph gusting winds, it's pretty intense. And what's great is you get the see the skill of the pilot, and how they manage to handle it."

He noted that planes must divert if they cannot land within three attempts, something he said had happened several times on Friday.

"Many planes are having to abort their landings," he said. "It's a bumpy ride, You have to think of all those folks who are on the aircraft."

Many social media users and celebrities have been glued to the footage.

Friday, February 18, 2022

Bangladesh Ansar and VDP Job Circular 2022

 


বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অন্যতম অনুষঙ্গ সাধারণ আনসার। ৫০৯৮৭ জন প্রশিক্ষিত সাধারণ আনসার সদস্য বর্তমানে ৪৬৩৬ টি সংস্থায় অঙ্গীভূত রয়েছেন। উক্ত সদস্যবৃন্দ বিমানবন্দর, সমুদ্রবন্দর, পাওয়ার ষ্টেশন এর মত গুরুত্বপূর্ণ কেপিআই, শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠান, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, মহানগরীতে ট্রাফিক কন্ট্রোল, নৌ ও অন্যান্য গণ-পরিবহন, রেল ষ্টেশন এবং অন্যান্য সরকারি ও বেসরকারী স্থাপনার নিরাপত্তা বিধান করছেন। সাধারণ আনসার মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করে আপনি হতে পারেন আনসার বাহিনীর একজন গর্বিত সদস্য। তাছাড়া আপনি অঙ্গীভূত আনসার হিসেবে নিরাপত্তা সেবায় অংশগ্রহণের সুযোগ পেতে পারেন। আপনি আগ্রহী যােগ্য প্রার্থী হলে অনলাইনে আবেদন করবেন এবং আপনাকে বাছাইয়ের জন্য নির্ধারিত স্থান ও তারিখের সময়সূচি অনুযায়ী বাছাই কমিটির নিকট উপস্থিত হতে হবে। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের ১০ সপ্তাহ মেয়াদী সাধারণ আনসার মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। উক্ত প্রশিক্ষণ কোর্স পূর্ণ মেয়াদে আনসার ভিডিপি একাডেমি, সফিপুর, গাজীপুরে পরিচালিত হবে।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ব্যাটালিয়ন আনসার পদে ১০০০ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। জেনে নিন বিস্তারিত-

প্রার্থীদের নিম্নলিখিত যােগ্যতা থাকতে হবেঃ

আবেদনের যোগ্যতা: প্রার্থীকে কমপক্ষে ন্যূনতম বয়স ন্যূনতম Jsc/সমমান পাশ পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ২৪/০৬/২০২১ ইং তারিখে নুন্যতম বয়স হতে হবে ১৮  এবং ০১/০৭/২১ সরবউচ্চ ৩০ বছরের মধ্যে। সাধারণ ও অন্যান্য প্রার্থীদের উচ্চতা সর্বনিম্ন ৫ ফুট ৪ ইঞ্চি, ওজন ৪৯.৮৯৫ কেজি (১১০ পাউন্ড), বুকের মাপ ৩০ থেকে ৩২ ইঞ্চি হতে হবে। উপজাতি প্রার্থীদের উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি, ওজন ৪৭.১৭৩ কেজি (১০৪ পাউন্ড), বুকের মাপ ৩০ থেকে ৩২ ইঞ্চি হতে হবে। সব প্রার্থীদের দৃষ্টিশক্তি থাকতে হবে ৬ বাই ৬। কোন দুরারোগ্য ব্যধি থাকলে আবেদনের প্রয়োজন নেই। প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে।

জাতীয়তাঃ বাংলাদেশী

আবেদনের নিয়ম: প্রার্থীরা অনলাইনে www.ansarvdp.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। অনলাইন আবেদনের সময় মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ২০০ টাকা আবেদন ফি জমা দিতে হবে।

আবেদন করা যাবে ২৮/০২/২০২২ ইং পর্যন্ত

Bangladesh Ansar and VDP Job Circular

PDF Download Click Here

বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনে নিয়োগ বিজ্ঞপ্তি BADC Job Circular 2022

 

2022

BADC Job Circular 2022: বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন শূন্য পদসমূহে জনবল নিয়োগের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন ৮টি পদে মোট ৭৮ জনকে নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। এই চাকরিতে বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। পদগুলোতে নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। সম্পূর্ণ বিজ্ঞপ্তি( badc job circular 2022 ) বিস্তারিত দেওয়া হল। সরকারি বেসরকারি সকল চাকরির খবর সবার আগে পড়তে আমাদের চাকরির খবর পেজে বিজিট করুন।

Bangladesh Agricultural Development Corporation (BADC) Job Circular 2022

পদের নাম: প্রশিক্ষক (প্রশাসন)
পদ সংখ্যা: ০১ টি।
শিক্ষাগত যোগ্যতা: সামাজিক বিজ্ঞানের যে কোনো বিষয়ে স্নাতকোত্তর/এমবিএ/এমপিএ ডিগ্রি।
বেতন স্কেল: ২২,০০০ – ৫৩,০৬০ টাকা।

পদের নাম: সংগঠন ও ব্যবস্থাপনা অফিসার
পদ সংখ্যা: ০১ টি।
শিক্ষাগত যোগ্যতা: সামাজিক বিজ্ঞানের যে কোনো বিষয়ে স্নাতকোত্তর/এমবিএ/এমপিএ ডিগ্রি।
বেতন স্কেল: ২২,০০০ – ৫৩,০৬০ টাকা।

পদের নাম: সহকারী ব্যবস্থাপক
পদ সংখ্যা: ০৪ টি।
শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর ডিগ্রি।
বেতন স্কেল: ২২,০০০ – ৫৩,০৬০ টাকা।

পদের নাম: সহকারী হিসাব নিয়ন্ত্রক
পদ সংখ্যা: ০৫ টি।
শিক্ষাগত যোগ্যতা: বাণিজ্য /ব্যবসায় প্রশাসনে স্নাতকোত্তর ডিগ্রি।
বেতন স্কেল: ২২,০০০ – ৫৩,০৬০ টাকা।

পদের নাম: সহকারী নিয়ন্ত্রক (অডিট)
পদ সংখ্যা: ০৪ টি।
শিক্ষাগত যোগ্যতা: বাণিজ্য /ব্যবসায় প্রশাসনে স্নাতকোত্তর ডিগ্রি।
বেতন স্কেল: ২২,০০০ – ৫৩,০৬০ টাকা।

পদের নাম: সহকারী প্রকৌশলী
পদ সংখ্যা: ২৬ টি।
শিক্ষাগত যোগ্যতা: কৃষি/পানি সম্পদ/তড়িৎ/যান্ত্রিক/সিভিল প্রকৌশলে স্নাতক ডিগ্রি।
বেতন স্কেল: ২২,০০০ – ৫৩,০৬০ টাকা।

পদের নাম: উপসহকারী প্রকৌশলী
পদ সংখ্যা: ৩০ টি।
শিক্ষাগত যোগ্যতা: তড়িৎ/যান্ত্রিক/সিভিল/পাওয়ার/সার্ভে প্রকৌশলে ডিপ্লোমা।
বেতন স্কেল: ১৬,০০০ – ৩৮,৬৪০ টাকা।

পদের নাম: উপসহকারী পরিচালক
পদ সংখ্যা: ০৭ টি।
শিক্ষাগত যোগ্যতা: কৃষিতে ডিপ্লোমা।
বেতন স্কেল: ১৬,০০০ – ৩৮,৬৪০ টাকা।

আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা অনলাইনে http://badc.teletalk.com.bd এই ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করতে পারবেন।

আবেদন শুরুর সময়: ২০ ফেব্রুয়ারি ২০২২ তারিখ সকাল ১০:০০ টা থেকে আবেদন করা যাবে।
আবেদনের শেষ সময়: ১৬ মার্চ ২০২২ তারিখ বিকাল ০৫:০০ টা পর্যন্ত আবেদন করা যাবে।

Apply

বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখুন:


Thursday, February 17, 2022

British High Commission Dhaka Job circular | ব্রিটিশ হাই কমিশন, ঢাকা এ নিয়োগ বিজ্ঞপ্তি - 2022

 

VACANCY ANNOUNCEMENT

 


 

The British High Commission, Dhaka is seeking a Senior Communications Officer and Bengali Spokesperson for the Press and Communications Department. The successful candidate will have experience in designing and delivering communications strategies across both traditional and new forms of media, and evaluating their effectiveness. S/he should have an excellent understanding of the media landscape in Bangladesh, and of the country’s political, socio-economic and development issues. S/he will bring established relationships with journalists and experience in securing interviews, placing op-eds, and negotiating media partnerships. S/he should have fluent English and Bengali and extensive experience in building and maintaining productive relationships with colleagues and stakeholders.

For further details regarding the job specification and job application form, please visit the following link: Senior Communications Officer and Bengali Spokesperson, C4, Dhaka – FCO Local Posts (tal.net)

Position of “Senior Communications Officer and Bengali Spokesperson closes on 16th February 2022 midnight.

 

===========CLOSE==========

The British High Commission, Dhaka is seeking a Political Analyst: Foreign Policy and Defence for the Political Department. The incumbent will bring expert reporting and analysis on foreign policy issues relevant to Bangladesh and the wider South Asia region. You will use foreign policy expertise, support teams across the High Commission to help deliver UK objectives, high level visits, and senior engagements. You will represent the High Commission in meetings with contacts and at public events; occasionally act as interpreter at high level meetings.

For further details regarding the job specification and job application form, please visit the following link: Political Analyst-Foreign Policy and Defence, C4, Dhaka – FCO Local Posts (tal.net)

Position of “Political Analyst: Foreign Policy and Defence” closes on 23rd August 2021 midnight.

ভূমি মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি Ministry Of Land Job Circular 2022

 

Ministry Of Land Job Circular

ভূমি মন্ত্রণালয়াধীন ভুমি ব্যববস্থাপনা অটোমেশন প্রকল্পে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। ভূমি মন্ত্রণালয় কম্পিউটার অপারেটর পদে মোট ৪৫৩ জনকে নিয়োগ দেবে। উক্ত পদে নারী- পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। তিনটি পার্বত্য জেলা ব্যতীত বাকী সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন। আবেদন প্রক্রিয়াসহ সম্পূর্ণ বিজ্ঞপ্তি বিস্তারিত দেওয়া হল।

Ministry Of Land Job Circular 2022

পদের নাম: কম্পিউটার অপারেটর
পদ সংখ্যা: ৪৫৩ টি।
শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা: কম্পিউটার টাইপিং-এ প্রতি মিনিটে শব্দের গতি বাংলা ও ইংরেজিতে যথাক্রমে ২৫ ও ৩০।
বেতন: ১৯,৩০০ টাকা।

আবেদন শুরুর সময় : ২৩ ফেব্রুয়ারি ২০২২ তারিখ সকাল ১০:০০ টা থেকে শুরু হবে।
আবেদনের শেষ সময় : ২২ মার্চ ২০২২ তারিখ বিকাল ০৫:০০ টায় শেষ হবে।

আবেদন প্রক্রিয়া: আবেদন করতে হবে অনলাইনে http://lmap.teletalk.com.bd ওয়েবসাইটের মাধমে অনলাইনে আবেদনপত্র পাঠাতে হবে।

Apply

বিস্তারিত বিজ্ঞপ্তিতে দেখুন…

Monday, January 31, 2022

Pidim Foundation Job Circular | পিদিম ফাউন্ডেশন এ নিয়োগ বিজ্ঞপ্তি 2022

 


চাকরির বর্ণনাঃ

পিদিম ফাউন্ডেশন, এম আর এ সনদ প্রাপ্ত, পিকেএসএফ-এর সহযোগী সংস্থা হিসেবে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন জেলায় দক্ষতার সঙ্গে মাইক্রোফাইন্যান্স ইনস্টিটিউট হিসেবে কার্যক্রম পরিচালনা করে আসছে । সংস্থার কর্ম এলাকায় কাজ করতে আগ্রহী অধূমপায়ী প্রার্থীদের নিকট হতে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে ।

পদের নাম  এবং সংখ্যাঃ 

নিচের বিজ্ঞপ্তি ছবিতে দেখুন

কাজের ধরনঃ
ফুল টাইম ।

বেতনঃ
নিচের বিজ্ঞপ্তি ছবিতে দেখুন

শিক্ষাগত যোগ্যতাঃ
নিচের বিজ্ঞপ্তি ছবিতে দেখুন

আবেদন করার প্রক্রিয়াঃ

নিচের বিজ্ঞপ্তি ছবিতে দেখুন ।

আবেদন করার শেষ তারিখঃ ০৫/০২/২০২২ ইং ।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুন, (বিজ্ঞপ্তিটি ডাউনলোড করতে নিচের ছবিতে ক্লিক করুন)





 
Pidim Foundation Job Circular


 

বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি bfacf job circular 2022

 

2022

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় আওতাধীন বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন ৪টি পদে মোট ০৫ জনকে নিয়োগ দেবে। আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীরা আগামী ১৩ ফেব্রুয়ারি ২০২২ তারিখ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। সম্পূর্ণ বিজ্ঞপ্তি বিস্তারিত দেওয়া হল:

Bangladesh Peoples and Crafts Foundation Job Circular 2022

পদের নাম: সহকারী লাইব্রেরিয়ান-কাম-ক্যাটালগার
পদ সংখ্যা: ০১ টি।
শিক্ষাগত যোগ্যতা: গ্রন্থাগার বিজ্ঞানে স্নাতক ডিগ্রি।
বেতন স্কেল: ১২,৫০০ – ৩০,২৩০ টাকা।

পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদ সংখ্যা: ০১ টি।
শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক বা সমমান পাশ।
অন্যান্য যোগ্যতা: কম্পিউটার টাইপিং-এ প্রতি মিনিটে শব্দের গতি বাংলা ও ইংরেজিতে যথাক্রমে ২০ ও ২০।
বেতন স্কেল: ৯,৩০০ – ২২,৪৯০ টাকা।

পদের নাম: মিউজিয়াম এটেনডেন্ট
পদ সংখ্যা: ০১ টি।
শিক্ষাগত যোগ্যতা: ৮ম শ্রেণি পাশ।
বেতন স্কেল: ৮,৫০০ – ২০,৫৭০ টাকা।

পদের নাম: গার্ড
পদ সংখ্যা: ০২ টি।
শিক্ষাগত যোগ্যতা: ৮ম শ্রেণি পাশ।
বেতন স্কেল: ৮,২৫০ – ২০,০১০ টাকা।

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা অনলাইনে http://bfacf.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ১৩ ফেব্রুয়ারি ২০২২ তারিখ বিকাল ০৫:০০ টা পর্যন্ত আবেদন করা যাবে।

Apply

বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখুন:

নতুন চাকরির খবর সবার আগে পেতে

Powered by Blogger.